পরিচালকের বক্তব্য
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের সভ্যতা ও সংস্কৃতি কৃষি নির্ভর। জনসংখ্যা বৃদ্ধি, নিবিড় ফসল উৎপাদন, কৃষি জমি হ্রাস, প্রাকৃতিক ভারসম্যহীনতা ও ফসলের বালাই সমস্যা কৃষি উৎপাদনকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এছাড়া উষ্ণ আদ্র এবং কুয়াশচ্ছন্ন আবহাওয়া বিভিন্ন ফসলের রোগবালাইকে উৎসাহিত করেছে। প্রতিবছর জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারনে বিভিন্ন রোগ ও পোকামাকড় দ্বারা ফসলের ক্ষতিসাধন হচ্ছে। এ ক্ষতি থেকে বাচার জন্য কৃষকগন বিপুল পরিমান বালাইনাশক ব্যবহার করছেন। এতে একদিকে ফসলের উৎপাদন খরচ বাড়ছে অন্যদিকে পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। এক্ষেত্রে জ্ঞানের প্রসারের মাধ্যমে নানরকম ক্ষতিকর প্রভাব থেকে ফসলকে রক্ষা করা সম্ভব। প্রতিবছর ফসলের রোগের কারনে উল্লেখযোগ্য ফসলহানী ঘটে থাকে। ফসলের রোগের কারণে দূর্ভিক্ষের ইতিহাসও আমাদের অজানা নয়। ফসলের রোগের অন্যতম কারণগুলো হলো ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, নেমাটোড বা ফসলের কৃমি। আমাদের কৃষিতে ফসল নিবিড়তা ও উৎপাদন যেভাবে বাড়ছে, ফসলের রোগবালাইও সে হারে বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ করা যেতে পারে, এদেশে ১৯৭৪ সালে ৫৮৬ টি, ২০০৮ সালে ১৫৩৯ টি এবং পরবর্তীতে ২০১৫ সালে ১৫৮৫ টি রোগ বিভিন্ন ফসলে সংক্রমন ঘটেছে।
বিগত এক দশকে বিভিন্ন ফসলের সাদা ছত্রাক (হোয়াইট মোল্ড রোগ), ধানের ব্লাস্ট রোগ, গমের পাতা পোড়া ও ব্লাস্ট রোগ, আলুর স্ক্যাব রোগ, বেগুনের নেতিয়ে পড়া রোগ, লেবুজাতীয় ফসলের ক্যাঙ্কার ও গ্রীনিং রোগ, ফলজাতীয় গাছের কান্ডে গামোসিস বা রস ঝরা রোগ এবং শরিষার ক্লাবরুট বা শিকড় ফোলা রোগের অধিক সংক্রমন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ফসলের রোগ, রোগের কারন এবং দমন ব্যবস্থাপনা নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন পরিবেশ বান্ধব এবং লাগসই প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ করে চলছে। এরই ধারাবাহিকতায় রোগ দমনের জন্য উল্লেখযোগ্য উপায়সমূহ যেমন, রোগ প্রতিরোধী জাত নির্বাচন, পরিচর্যাজনিত উপায়, রাসায়নিক উপায়, জৈবিক উপায় এবং সমন্বিত বালাই দমন পদ্ধতিসমূহের উপর গবেষণা করে নতুন নতুন কার্যকরী প্রযুক্তি উদ্ভাবন করেছে।
এ ওয়েবসাইটে বাংলদেশে উৎপাদিত দানা জাতীয় শস্য, ডাল জাতীয় ফসল, তৈল জাতীয় ফসল, আঁশ জাতীয় ফসল, অর্থকরী ফসল, সবজি জাতীয় ফসল, কন্দাল জাতীয় ফসল, মসলা জাতীয় ফসল, ফল জাতীয় ফসল, ফুল জাতীয় ফসল, বৃক্ষ ও বাহারী গাছের প্রধান প্রধান রোগসমূহের কারন, লক্ষণ ও প্রতিকার নিয়ে ছবিসহ বিষদভাবে বর্ননা করা হয়েছে। এখানে সর্বমোট ১১৪ ফসলের ৫৩৪ টি রোগের বর্ননা রয়েছে। যা কৃষিবিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থী এবং বিভিন্ন এটিআই এ কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বাস্তবক্ষেত্রে বেশ কাজে আসবে। এ ওয়েবসাইটি দেশের প্রধান প্রধান ফসলের প্রধান রোগসমূহ সম্পর্কে চেনা-জানা এবং তাদের সমন্বিত দমন ব্যবস্থাপনা সর্ম্পকে কৃষক, প্রশিক্ষক, উদ্ভিদ রোগতত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণকর্মী, বালাইনাশক ও সার ব্যবসায়ী, কোম্পানীর প্রতিনিধিবৃন্দ, এনজিও কর্মী এবং ফসল উৎপাদনের সাথে জড়িত সকলের যথেষ্ট উপকারে আসবে।
এ ওয়েবাসাইটটির রচনা, ডিজাইন ও অর্থায়নে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এ ওয়েবসাইটটি তৈরিতে যারা তথ্য-উপাত্ত দিয়েছেন এবং বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের সকলকে আমাদের আন্তরিক ধন্যবাদ। প্রথম উদ্যোগ হিসেবে এখানে কিছ ত্রুটিবিচ্যুতি থাকা অস্বাভাবিক নয়। এক্ষেত্রে সকলের মতামত ও পরামর্শ পরবর্তীতে এর উৎকর্ষ সাধনে সহায়তা করবে।
আবু নোমান ফারুক আহম্মেদ
অধ্যাপক ও চেয়ারম্যান
উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
ঢাকা, বাংলাদেশ।