উদ্ভিদ রোগবার্তা
প্রিয় কৃষক ভাইয়েরা,
আপনাদের কঠোর পরিশ্রমে আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ফসল ফলাতে গিয়ে আপনারা নানাবিদ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এ সমস্যা সমাধানে আমরা প্রতি মাসে উদ্ভিদ রোগবার্তা প্রকাশ করে থাকি। ফসলের রোগ সংক্রান্ত যেকোন সমস্যা আমাদের জানাতে পারেন। আমরা পরবর্তী সংখ্যায় আপনার প্রশ্নের উত্তর জানাবো। এছাড়া আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে তাও আমাদের লিখে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ এর উৎকর্ষ সাধনে সহায়তা করবে।
– নির্বাহী সম্পাদক
ফসলের সমসাময়িক রোগসমূহ কারণ, লক্ষন, প্রতিরোধ, প্রতিকার ও সমন্বিত দমন ব্যবস্থাপনা, গবেষণলব্ধ ফলাফল ও কার্যকর প্রযুক্তি, রোগ দমনে এ সময়ে করণীয়, ফসল রোগের পূর্ভাবাস, আপনার সমস্যা আমাদের সমাধান নিয়ে প্রনীত একটি মাসিক বুলেটিন – জানুয়ারি ২০১৯।
ফসলের সমসাময়িক রোগসমূহ কারণ, লক্ষন, প্রতিরোধ, প্রতিকার ও সমন্বিত দমন ব্যবস্থাপনা, গবেষণলব্ধ ফলাফল ও কার্যকর প্রযুক্তি, রোগ দমনে এ সময়ে করণীয়, ফসল রোগের পূর্ভাবাস, আপনার সমস্যা আমাদের সমাধান নিয়ে প্রনীত একটি মাসিক বুলেটিন – ফেব্রুয়ারি ২০১৯।
ফসলের সমসাময়িক রোগসমূহ কারণ, লক্ষন, প্রতিরোধ, প্রতিকার ও সমন্বিত দমন ব্যবস্থাপনা, গবেষণলব্ধ ফলাফল ও কার্যকর প্রযুক্তি, রোগ দমনে এ সময়ে করণীয়, ফসল রোগের পূর্ভাবাস, আপনার সমস্যা আমাদের সমাধান নিয়ে প্রনীত একটি মাসিক বুলেটিন – মার্চ ২০১৯।
কৃতজ্ঞতাঃ
এই বুলেটিনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষাখাতে উচ্চশিক্ষা কর্মসূচীর আওতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে বাস্তবায়ধীন “Establishment of a Plant Disease Clinic at Sher-e-Bangla Agricultural University in Dhaka, Bangladesh” – শীর্ষক গবেষণা প্রকল্পের অর্থায়নে প্রণীত, মুদ্রিত ও প্রকাশিত।