ধানের কান্ড পচা রোগ

রোগের নামঃ

ধানের কান্ড পচা রোগ Stem Rot Disease (Sclerotium oryzae)

লক্ষণঃ

  • এ রোগ সাধারণত কুশি গজানোর শেষ অবস্থায় মাঠে দেখা যায়।
  • রোগের জীবাণু মাটিতেই বাস করে। সেচের পানি দ্বারা রোগের জীবাণু কান্ডে আক্রমণ করে।
  • প্রথমে কুশির বহিঃ খোলে ছোট আয়তকার কালো কালো দাগ দেখা যায়। পরে এ দাগ ভিতরের খোলে ও কান্ডে প্রবেশ করে। কান্ড পচিয়ে দেয় বলে গাছ ঢলে পড়ে ফলে ধান চিটা ও অপুষ্ট হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা।
  • রোগ দেখা দিলে জমির পানি শুকিয়ে পরে আবার পানি দেয়া।
  • জমিতে ইউরিয়া কম ও বেশী পটাশ সার ব্যবহার করা।
  • জমির নাড়া ও খড় ধান কাটার পর জমিতে পুড়ে ফেলা।
  • প্রয়োজনে ছত্রাকনাশক কুপ্রাভিট (০.৪%), কমপ্যানিয়ন (০.২%) ব্যবহার করা।