ধানের পাতার সরু বাদামী রোগ
রোগের নামঃ
ধানের পাতার সরু বাদামী রোগ Narrow Brown Leaf Spot Disease (Cercospora oryzae)
লক্ষণঃ
- এ রোগের আক্রমণে পাতায় ছোট ছোট সরু ও লম্বলম্বি বাদামী রঙের দাগ পড়ে।
- দাগগুলো পাতার শিরা সমান্তরালে থাকে।
- এ রোগ বীজের বোঁটায় ও ধানের বীজের উপরও হয়ে থাকে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- ফসল কেটে নাড়া পুড়িয়ে ফেলা।
- সুস্থ বীজ সংগ্রহ ও বপন করা।
- প্রতি কেজি বীজ বপনের পূর্বে প্রোভেবা ভিটাফ্লো ২০০ (২.৫-৩ গ্রাম/কেজি বীজ) দ্বারা শোধন করা।
- সুষম সার ব্যবহার করা।
- রোগ প্রতিরোধ সম্পন্ন জাত ব্যবহার করা।