বার্লির হেড ব্লাইট রোগ
রোগের নামঃ
বার্লির হেড ব্লাইট রোগ Head Blight of Barley (Fusarium graminearum)
লক্ষণঃ
- আক্রান্ত বার্লির শীষে কিছু কিছু দানা বিবর্ণ হয়ে যায়।
- মাড়াইয়ের পর দানায় বাদামি দাগ দেখা যায় ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- একই জমিতে বারবার বার্লি চাষ করবেন না।
- বার্লি কাটার পর পরিত্যাক্ত অংশ ধ্বংস করুন ।
- উন্নত জাতের বার্লি বপন করুনআক্রমণ বেশি হলে টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ফলিকুর ২ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা।