ধানের বাদামী রোগ

রোগের নামঃ

ধানের বাদামী রোগ Brown Spot Disease (Helminthosporium oryzae)

লক্ষণঃ

  • এটি বীজ বাহিত রোগ।
  • এ রোগ পাতা, বীজ ও বাড়ন্ত কান্ডে আক্রমণ করে।
  • পাতায় ডিম্বকৃতির মতে ছোট ছোট বাদামী রঙের দাগ পড়ে।
  • দাগগুলি ক্রমেই পাতায় ছড়িয়ে পড়ে।
  • আক্রমণ বেশী হলে শীষেও আক্রমন হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

  • ফসল কাটার পর নাড়া পুড়িয়ে ফেলা।
  • সুস্থ বীজ ব্যবহার করা।
  • বীজ গরম পানিতে শোধন করা বা প্রোভেবা ভিটাফ্লো ২০০ (২.৫-৩ গ্রাম/কেজি বীজ) দ্বারা বীজ শোধন।
  • রোগ প্রতিরোধ সম্পন্ন জাত ব্যবহার।
  • বীজতলা বা জমি সব সময় ভেজা রাখা।
  • জমিতে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া ও পটাশ ব্যবহার করলে রোগ বাড়ে না।