কাউনের পাতার বাদামি দাগ রোগ
রোগের নামঃ
কাউনের পাতার বাদামি দাগ রোগ Brown Leaf Spot of Italian Millet (Bipolaris nodulosus)
লক্ষণঃ
- পাতায় শিরার সমান্তরালে ছোট ছোট সরু ও লম্বালম্বি চিকন বাদামী দাগ পড়ে ।
- একাধিক দাগ একত্রে মিশে অপেক্ষাকৃত বড় ও চওড়া দাগের সৃষ্টি হতে পারে ।
- আক্রমণ প্রবল হলে দাগগুলো মোটা হালকা বাদামী রঙের হয় ।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না।
- পরিস্কার পরিচ্ছন্ন চাষ নিশ্চিত করা।
- সুষম পরিমানে ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার ব্যবহার করা।
- প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন: টিল্ট বা একানাজল ১ মিলি / লি. হারে স্প্রে করা ।