ধানের বাকানি রোগ
রোগের নামঃ
ধানের বাকানি রোগ Bakanae Disease (Fusarium moniliforme)
লক্ষণঃ
- দুই রকম লক্ষণ দেখা যায় ১ম টি গোড়াপচা দ্বিতীয়টি বাকানি।
- গোড়া পচা হলে গোড়ায় পচন ধরে, শিকড় বড় হয় না, ফলে গাছ দূর্বল হয়। গাছ খাটো এবং গাছের গোড়ায় সাদা বা গোলাপী ছত্রাক দেখা যায়।
- বাকনি হলে গাছ অন্যান্য গাছের তুলনায় দুই/তিন গুণ লম্বা ও সরু হয়। গাছের কান্ডে গিট হয়। ফলন হয় না।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
- সুস্থ সবল ও রোগমুক্ত গাছ হতে বীজ ব্যবহার করা ও বীজতলায় পানি ধারে রাখা।
- আক্রান্ত গাছ দেখামাত্র তুলে নষ্ট করা।
- বিআর- ৩ বিআর-৪, বিআর-১০, বিআর-১১ প্রভৃতি ধানের জাত ব্যবহার করা।
- বীজ বপনের পূর্বে প্রতি কেজি বীজ ৩ গ্রাম হোমাই বা বেনলেট বা ২ গ্রাম ব্যাভিষ্টিন দ্বারা শোধন করা।